সিলেটে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছন আরো ৬১ জন। এদের মধ্যে ৭ জন চিকিৎসকও আছেন।
সোমবার (৬ জুলাই) সিলেটের দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৬১ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ আসে।এদের মধ্যে ৪৭ জন সিলেট জেলার বাসিন্দা।
শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ আসে। তাদের মধ্যে সিলেট জেলার ১৪ জন। বাকি ১৪ জন সুনামগঞ্জ জেলা বাসিন্দা।
জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫৪৭ জন। মারা গেছেন ৭২ জন।