সম্পর্ক ডেস্ক: সিলেট বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩১ জন। আক্রান্তদের মধ্যে সিলেটে ১ হাজার ৯৪৪ জন, সুনামগঞ্জে ৮৬৮ জন, হবিগঞ্জে ৪৬৪ জন এবং মৌলভীবাজারে ৩৫৫ জন।
বুধবার (২৪ জুন) এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
এ পর্যন্ত এই বিভাগের ৪ জেলায় মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জের ৫ জন।
সিলেটে গত এপ্রিলের ৫ তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত এই বিভাগে সুস্থ হয়েছেন ৮১৪ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ২৭১ জন, হবিগঞ্জে ১৮২ জন, সুনামগঞ্জে ২৩০ জন এবং মৌলভীবাজারের ১৩১ জন।