সুদানের আরব ও স্থানীয় বংশোদ্ভূত জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অন্তত ১৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৯৮ জন। যুদ্ধবিধ্বস্ত দেশটির পশ্চিম দারফুর প্রদেশে এমন ঘটনা ঘটে।
দারফুর অঞ্চলের শরণার্থী ও বাস্তুচ্যুতদের আশ্রয়দানে গঠিত সরকারি কো অর্ডিনেশন কমিটির মুখপাত্র অ্যাডাম রিগাল রোববার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
অ্যাডাম রিগাল বলেন, বৃহস্পতিবার পশ্চিম দারফুরের রাজধানী জেনেনা থেকে ৩০ কিলোমিটার পূর্বের এলাকা ক্রেইনিকে আততায়ীর বন্দুক হামলায় ২ জন নিহত হন। তারপরই সেখানে দাঙ্গা শুরু হয় আরব ও স্থানীয় বংশোদ্ভূতদের মধ্যে। পরে এই সংঘাতের জের জেনেনাতেও পৌঁছায়।
সংঘর্ষে আহতদের জেনেনার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরব মিলিশিয়া বাহিনী জাঞ্জাউইদ ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহতদের ওপরও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সাবেক পরিচালক ডা. সালাহ সালেহ।
রেড ক্রস এক বিবৃতিতে আহত মানুষদের হাসপাতালে নিয়ে যেতে প্রয়োজনীয় নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয় সে জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।