সুদানে আগামী মাসগুলোতে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়তে যাচ্ছে ৫০ লাখ মানুষ। জাতিসংঘ শুক্রবার সুদানের যুদ্ধরত দলগুলোর কাছে মানবিক ত্রাণ বিতরণের অনুমতির আবেদন করেছে যাতে ‘বিপর্যয়কর’ দুর্ভিক্ষ পরিস্থিতি এড়ানো যায়।
জাতিসংঘের একটি নথিতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে প্রায় বছরব্যাপী যুদ্ধ দেশটিকে ছিন্নভিন্ন করে ফেলছে। আগামী মাসগুলোতে প্রায় ৫০ লাখ সুদানিজ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে।
সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার প্রাক্তন ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ গত বছরের এপ্রিল থেকে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে এবং অর্থনীতিকে পঙ্গু করেছে। দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে যাওয়ার সাথে সাথে ভয়াবহ মানবিক সংকট এবং তীব্র খাদ্য ঘাটতি পরিস্থিতি মোকাবিলা করছে।
প্রসঙ্গত, প্রায় এক কোটি ৮০ লাখ সুদানি ইতিমধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে।
জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস নিরাপত্তা পরিষদে একটি চিঠিতে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আগামী মাসে প্রায় ৫০ লাখ মানুষ মানুষ দেশের কিছু অংশে বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতায় পতিত হতে পারে।’