সুদানে প্রবল টানা বৃষ্টি ও বন্যায় অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪ হাজারের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। রোববার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
সুদানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ হাজার ৪০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় ৭০০ গবাদি পশু মারা গেছে।
সুদান নিউজ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলীয় রাজ্য গাদারিফের দুটি স্বর্ণখনিতে প্রায় ২ হাজার শ্রমিক আটকা পড়ে আছে।
জাতিসংঘ জানিয়েছে, সুদানের খার্তুম, ব্লু নীল ও রিভার নীলের রাজ্যগুলোতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া গেজিরা, গাদারিফ, ওয়েস্ট করদোফান ও দক্ষিণ দারফুরেও ক্ষয়ক্ষতি হয়েছে।