সুদানে দেশজুড়ে চলমান বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে মারা গেছে আরো তিনজন আন্দোলনকারী। স্থানীয় সময় শনিবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। স্থানীয় চিকিৎসকরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সুদানে সোমবারের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেনাবাহিনী ক্ষমতা দখলের খবর ছড়িয়ে পড়তেই রাজধানী খার্তুমসহ দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় সেনাবাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই ঘটনায় অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে আরো ১৪০ জন।
সুদানের সেন্ট্রাল ডক্টরস কমিটি জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে চলমান বিক্ষোভে শনিবার রাজধানী খার্তুমে সাধারণ মানুষের ওপর সেনাসদস্যদের গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা সুদানের রাস্তায় রাস্তায় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, ‘সেনা শাসন মেনে নেওয়া হবে না’, ‘এই দেশ আমাদের’, ‘আমাদের সরকার বেসামরিক সরকার’। হাইথাম মোহাম্মদ নামে এক বিক্ষোভকারী বলেন, ‘জনগণ তাদের বার্তা দিয়েছে, পেছনের দিকে যাওয়া অসম্ভব এবং ক্ষমতা জনগণের।’
জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের দ্বারা প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোকের মন্ত্রিসভা থেকে সোমবার অপসারণ ও সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে এই সপ্তাহে কয়েক হাজার সুদানী রাস্তায় নেমেছে। এরপর থেকেই সাধারণ মানুষদের বিক্ষোভে মারাত্মক দমন-পীড়ন শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।