মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চিকে গ্রেপ্তারের পর থেকেই দেশটিতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। তাকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী।
সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সোমবার (১ ফেব্রুয়ারি) অং সান সু চি ও ক্ষমতাশীল পার্টির কয়েকজন নেতাকে গ্রেপ্তারের পর থেকেই দেশটির প্রধান কয়েকটি শহরের ইন্টারনেট, মোবাইল ডাটা ও কিছু ফোন সার্ভিস বিচ্ছিন্ন করা হয়েছে।
ইন্টারনেট মনিটরিং সার্ভিস নেটব্লকসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা থেকে মিয়ানমারের জাতীয় ইন্টারনেট সংযোগ ৭৫ শতাংশ ব্যাহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রীয় চ্যানেল এমআরটিভি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এর সম্প্রচার বন্ধ রয়েছে।
মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। একইসঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।