হিজাব ছাড়া দাবা খেলায় অংশ নিয়ে আলোচনায় আসা ইরানি খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়েছে স্পেন। বুধবার স্পেন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সারা খাদেম নামে বেশি পরিচিত সারাসাদাত খাদিমালশারিহ গত বছরের ডিসেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত এফআইডিএ ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে ইরানের কঠোর ইসলামিক ড্রেস না মেনে অংশ নিয়েছিলেন। ওই ঘটনার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরানি কর্তৃপক্ষ। তবে সারা দেশে না ফিরে জানুয়ারিতে স্পেন চলে যান এবং সেখানে নাগরিকত্বের আবেদন করেন।
গত বছরের সেপ্টেম্বরে হিজাব না পরায় মাহাসা আমিনি নামের ২২ বছরের এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের নৈতিকতা পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে ইরান সরকার কঠোর হাতে সেই বিক্ষোভ দমন করে।
২৬ বছর বয়সী সারা খাদেম রয়টার্সকে জানিয়েছেন, তার দেশের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলেনের সমর্থনে তিনি হিজাব না পরে খেলায় অংশ নিয়েছিলেন বলে তার কোনো অনুশোচনা নেই।
স্পেনের সরকারি গেজেটে বলা হয়েছে, মন্ত্রিসভা মঙ্গলবার খাদেমকে তার ঘটনার ‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে’ নাগরিকত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে।