ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। ওয়ানডেতে বোলারদের তালিকায় সেরা পাঁচে ঢুকেছেন বাংলাদেশের সুপারস্টার। একই সঙ্গে র্যাংকিংয়ে তার ব্যাটিংয়েও উন্নতি হয়েছে। বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারলেও সাকিব ব্যাট-বলে ভূমিকা রেখেছিলেন ঠিকই। বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে করেছেন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১৪১ রান।
সিরিজের আগে বোলিংয়ে আট নম্বরে ছিলেন বাঁহাতি স্পিনার। তিন ধাপ এগিয়ে এখন সাকিবের অবস্থান পাঁচে। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়ে ২৭তম স্থানে এসেছেন।
এদিকে, র্যাকিংয়ে বেশ কিছু অদলবদলও হয়েছে। স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়েছেন। ৪৪তম স্থানে আছেন। পেসার তাসকিনের দুই ধাপ অবনমন হয়েছে। ৪৪ থেকে ৪৬তম স্থানে রয়েছেন ডানহাতি পেসার।
মুশফিকুর রহিম শেষ ওয়ানডেতে ৭০ রান করেছিলেন। ওই ইনিংস খেলে চার ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২২ নম্বরে। এছাড়া মাহমুদউল্লাহ ও লিটনের একধাপ করে উন্নতি হয়েছে। দুজনের অবস্থান যথাক্রমে ৩৩তম ও ৩৪তম স্থানে। অবনমন হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ১৯তম স্থানে আছেন তামিম।