জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বন্দুক ও বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে আহত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তথ্য মতে, সৈকতসংলগ্ন এলিট নামে একটি হোটেলে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এতে ২ জন সরকারি চাকরিজীবী, তিনজন হোটেল নিরাপত্তারক্ষী, চার বেসামরিক ও তিনজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।
এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। যদিও ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাদের ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে।