সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি হামলার পর অন্তত ১২ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী হোটেলটি ঘিরে ফেলেছে। শনিবার একগোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
হামলাকারীরা শুক্রবার সন্ধ্যায় হায়াত হোটেলে গুলি চালানোর আগে দুটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়। সোমালিয়ার আল-শাবাব গোষ্ঠী এর দায় স্বীকার করেছে।
গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ বলেছেন, ‘এ পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। অভিযান এখনও চলছে।’
শুক্রবার রাতে বিস্ফোরণের পর ব্যস্ত জংশন এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডুলি ওঠে। স্থানীয় সময় শনিবার নাগাদ রাজধানীজুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরকারি বাহিনী জঙ্গিদের হাত থেকে হোটেলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করার সময় রাতে বারবার বিস্ফোরণের শব্দ শোনা যায়। সংঘর্ষে হোটেলের বড় অংশ ধ্বংস হয়ে গেছে।
সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার অনুগত আল শাবাব ১০ বছরেরও বেশি সময় ধরে সোমালি সরকারের পতনের জন্য লড়াই করছে।