সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে কয়েক দিন আগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়। সংগীতশিল্পী কেকের মৃত্যুর আগের দিন কলকাতার আরেক সংগীতশিল্পী রূপঙ্কর বাগচি একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দারুণ সমালোচনার মুখে পড়েন। সেই উত্তাপ এখনো কাটেনি; এসব বিষয় নিয়ে সরগরম নেটদুনিয়া।
জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চোখে আঙুল দিয়ে বরাবরই সত্য বিষয়টি দেখিয়ে দেন। কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে তার ভাবনা কী?
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই শিল্পী বলেন—‘সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবল ফোন (ফিচার ফোন) রয়েছে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের একটা চায়ের দোকান। এটা নিয়ে মন্তব্য করারও কোনো মানে হয় না। সেভাবে দেখলে আমি খুব অসামাজিক।’
পাশাপাশি রোদ্দুর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতা বলেন—‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছেন না বলেছেন সেটাও জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।’