স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা হবে। ৩ লাখ রোহিঙ্গা ওখানে বাস করেন। তারা সেখানে ব্যবসা-বাণিজ্য সবই করছেন। তারা আমাদের কাছে যে আবেদন করেছিলেন, আমরা সেটা দেখছি। তারা পাসপোর্টগুলো নবায়ন করে দেওয়ার জন্য বলেছেন। সিস্টেমওয়াইজ আমরা পাসপোর্টগুলো নবায়ন করছি।
রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধিদল। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আলোচনায় রোহিঙ্গা প্রসঙ্গটি এসেছে, জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। সৌদি আরব এনজিওর মাধ্যমে ও সরকারিভাবে রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। সেটা আরও কিভাবে জোরদার করা যায়, কিভাবে এরা (রোহিঙ্গা) নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে সমস্যা সুরাহা করার জন্য।
রোহিঙ্গারা কি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়েছেন, সেজন্য এখন পাসপোর্ট নবায়নের বিষয়টি আসছে? এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের দেশ হয়ে গেছেন, এটা সঠিক। তারা তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকেছেন। ৩ লাখ লোক সেখানে গিয়েছেন, তারা সবাই আমাদের পাসপোর্ট নিয়ে যাননি। তারা নিজেদের মেকানিজমে গিয়েছেন, তাদেরই (সৌদি সরকার) অনুরোধে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বছরের পর বছর যারা সেখানে (সৌদি আরবে) বসবাস করছেন, তাদের আমরা পাসপোর্ট দেবো না বা তাদের আমরা শনাক্ত করতে যাচ্ছি না। যারা বিশেষ বিবেচনায়, বিশেষভাবে গিয়েছিলেন, তাদের চিহ্নিত করে, আমরা যাদের পাসপোর্ট দিয়েছি। তাদের পাসপোর্ট রিনিউ করার ব্যাপারে তো আমরা ওয়াদাবদ্ধ। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর আমরা দেখব।
মন্ত্রী বলেন, সুরক্ষা সেবা বিভাগের সচিবের নেতৃত্বে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হচ্ছে। সেখানে তাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন। তাদের সামনে যে সমস্যাটা আসবে, সেই সমস্যাটা তারা সমাধান করবে। তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান করার জন্যই এ কমিটি তৈরি করা হয়েছে। কমিটি যাকে মনে করবে বাংলাদেশি, সঙ্গে সঙ্গে পাসপোর্ট রিনিউ করে দেবে।
উল্লেখ্য, সৌদি আরবে থাকা ৩ লাখ রোহিঙ্গার মধ্যে ৬০ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট আছে। বাংলাদেশ সরকার এ পাসপোর্ট নবায়ন করছিল না।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কিছু সংখ্যক লোক (রোহিঙ্গা) আমাদের এখান থেকে পাসপোর্ট নিয়ে গেছেন। এখন ওখানে প্রায় তিন প্রজন্মের রোহিঙ্গা আছেন। বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে গিয়েছেন।