সৌদি আরবে ট্রেনের নারী চালক হিসেবে ৩০টি পদের বিপরীতে ২৮ হাজার আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার রেলওয়ে প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসি এমন তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্প্যানিশ রেলওয়ে প্রতিষ্ঠান এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হলে যোগ্য প্রার্থীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা থেকে মদিনাগামী উচ্চগতির ট্রেন চালাবে।.
এই প্রথম ট্রেন চালক হিসেবে নারীদের নিয়োগ দিতে যাচ্ছে সৌদি আরব। দশকের পর দশক ধরে রক্ষণশীল সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার একেবারেই কম। তবে সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিয়োগ বাড়ানো হয়েছে। নারীদের গাড়ি চালনা ও অভিভাবক ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৩৩ শতাংশ বেড়েছে।