সৌদি কর্মকর্তারা সমকামিতার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রাজধানী রিয়াদের বিভিন্ন দোকান থেকে রংধনু রঙের খেলনা এবং পোশাক বাজেয়াপ্ত করছে। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এমন তথ্য জানিয়েছে।
পুলিশ যেসব জিনিস জব্দ করছে তার মধ্যে রয়েছে, রংধনু রঙের ধনুক, স্কার্ট, টুপি এবং পেন্সিলের কেস। এগুলোর বেশিরভাগই দৃশ্যত শিশুদের জন্য তৈরি করা।
অভিযানের সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা এমন আইটেমগুলি যাচাই করছি যেগুলো ইসলামিক বিশ্বাস এবং জনসাধারণের নৈতিকতার সাথে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে লক্ষ্য করে সমকামী রঙের প্রচার করে।’
রংধনু পতাকার দিকে ইঙ্গিত করে একজন সাংবাদিক বলেছেন, ‘রিয়াদের একটি বাজারে সমকামিতার পতাকাটি রয়েছে।’
সৌদি সম্প্রচারমাধ্যম আল আখবারিয়া জানিয়েছে, এই রঙগুলো শিশুদের ‘বিষাক্ত বার্তা’ দিচ্ছে।
সৌদি আরবে সমকামিতা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। ইসলামি শরিয়া আইনের ওপর ভিত্তি করেই সৌদি আরবের বিচার ব্যবস্থার ভিত্তি তৈরি করা হয়েছে।