দর্শকপ্রিয় বরেণ্য অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির সংকট কাটেনি। এরই মধ্যে চারবার ডায়ালাইসিস করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাভাবিকের চেয়ে তার প্রস্রাবের পরিমাণ কম হয়েছে। কিডনির স্থায়ী সমাধান খুঁজছেন চিকিৎসকরা। আর এ নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আলোচনায় বসবে নেফ্রোলজি বোর্ড। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে গত এক মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চ্যাটার্জি। বুধবার (৪ নভেম্বর) রাতে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সৌমিত্র চ্যাটার্জির রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা কমে গেছে। তার ট্রাকিওস্টোমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা। তবে এখনো তা চূড়ান্ত নয়। এদিন নতুন করে তার দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়নি।
সৌমিত্র চ্যাটার্জির জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর। তিনি পিটিআইকে বলেন—সৌমিত্র চ্যাটার্জির অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে কোনো পরিবর্তন হয়নি। এখনো ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া আছে। তবে রক্তে হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মাত্রা কমে গেছে।
করোনা সংকটের কারণে দীর্ঘ দিন টলিউড ফিল্মইন্ডাস্ট্রির শুটিং বন্ধ ছিল। সতর্কতা মেনে সম্প্রতি শুটিংয়ের অনুমতি মেলে। যথাযথ সুরক্ষা মেনে শুটিংয়ে ফিরেছিলেন সৌমিত্র। নিজেকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের শুটিং করছিলেন। এর মধ্যে তিনি করোনায় আক্রান্ত হন। গত ৬ অক্টোবর এই শিল্পীকে হাসপাতালে ভর্তি করা হয়।