বাংলাদেশে গত ৮ মাসে ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে জরিপে জানা গেছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বেসরকারি সংগঠন ‘আঁচল’।
জরিপে দেখা গেছে, গত ৮ মাসে আত্মহত্যাকারীদের মধ্যে স্কুলশিক্ষার্থী ১৯৪ জন। প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থী ১৬০ জন। এ সময়ে সারা দেশে ৪৪ জন মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ঢাকা বিভাগে আত্মহত্যার সংখ্যা বেশি। আত্মহত্যাকারীদের মধ্যে একজন ৭ বছর বয়সী শিশুও আছে।
জরিপে ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই করে আত্মহত্যার সংখ্যা বের করা হয়েছে।
এর আগে ২০২১ সালে ১০১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ২৫.২৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগের ১৬.৪৮ শতাংশ, বরিশাল বিভাগের ৯.৬২ শতাংশ, ময়মনসিংহে বিভাগের ৭.৪২ শতাংশ, রাজশাহী বিভাগের ১৪.১ শতাংশ এবং সিলেট বিভাগের ৪ শতাংশ।
আত্মহত্যা করা শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া ৫৩.৩০ শতাংশ, কলেজ পড়ুয়া ২০.৮৮ শতাংশ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৩.৭৪ শতাংশ এবং মাদ্রাসা পড়ুয়া ১২.৯ শতাংশ। আত্মহত্যাকারীদের মধ্যে ৬০.৭১ শতাংশ নারী শিক্ষার্থী।
প্রেমঘটিত কারণে সবচে বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর হার ২৫.২৭ শতাংশ। অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেন ২৪.৭৩ শতাংশ। পরিবারের সঙ্গে চাওয়া-পাওয়ার অমিলে ৭.৩২ শতাংশ এবং পারিবারিক কলহের জের ধরে ৬.৫৯ শতাংশ আত্মহত্যা করেছেন। ধর্ষণ কিংবা যৌন হয়রানির কারণে ৪.৬৭ শতাংশ আত্মহত্যা করেছেন। মানসিক সমস্যার কারণে ৬.৫৯ শতাংশ এবং পড়াশোনার চাপে ০.৮২ শতাংশ আত্মহত্যা করেছেন।