ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দুইজন শিক্ষার্থী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য স্টাডি ইন কানাডা স্কলারশিপ (এসআইসিএস) অর্জন করেছে। যার প্রতিটি মূল্য ১০,২০০ কানাডিয়ান ডলার। এই স্কলারশিপ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) দ্বারা অর্থায়িত এবং এটি কানাডায় এক সেমিস্টার এক্সচেঞ্জের মাধ্যমে প্রদান করা হবে।
ইউআইইউ’র ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের ছাত্রী খাদিজা খান রাইসা এবং অন্যজন কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. মাহফুজুর রহমান মুবিন, দুই শিক্ষার্থী স্কলারশিপ পেয়েছে কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে। এই স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়াটির সকল ধরনের সহযোগিতা করেছে ইউআইইউ’র সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন (সিআইএসি)।
ইউআইইউ জানিয়েছে, এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের ২১টি দেশের জন্য মাত্র ৫০টি স্কলারশিপ ঘোষণা করা হয়। ইউআইইউ’র শিক্ষার্থীরা এই তীব্র প্রতিযোগিতাপূর্ণ ৫০টি স্কলারশিপের মধ্যে ২টি স্কলারশিপ অর্জন করেছে যা, ইউআইইউ’র তথা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।
ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ীদের সাফল্য কামনা করেন এবং অন্যান্য শিক্ষার্থীদেরকে সামনে এ ধরনের প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে উৎসাহিত করেন।