রেজাউল ইসলাম:- রাশিয়ার গবেষকরা বলেছেন,পরীক্ষামূলকভাবে প্রয়োগে স্পুটনিক ভি ভ্যাক্সিন কোভিড নতুন মিউটেশনের বিরুদ্ধে ভালো কার্যকর বলে জোরালো ফলাফল পাওয়া যাচ্ছে।
গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে স্পুটনিক ভি কতটুকু কার্যকর হচ্ছে তার একটি রিভিউ মার্চের ১৫ তারিখের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেন।
গামালিয়া সেন্টারের ডেপুটি ডাইরেক্টর ডেনিস লোগুনোভ যিনি ভ্যাক্সিনটি তৈরিতে কাজ করেছিলেন তিনি বলেন, সাম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে যে স্পুটনিক ভি ইউকে এবং সাউথ আফ্রিকা সহ নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুব ভালো কাজ করছে। ট্রায়ালের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ করা হবে তবে এটি হচ্ছে ভ্যাক্সিনটি কি রকম কাজ করছে তার প্রাথমিক ইংগিত। এর চেয়ে বিস্তারিত কিছু আর জানা যায় নি।
তবে কিছু বিজ্ঞানী বলেছে, দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেক্টর নিজের ক্ষেত্রে ডেভেলপ করছে তার সাম্ভাব্য ঝুঁকি রয়েছে। একে তারা একটি অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করেছেন যা এই রোগপ্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিতে পারে।
কিন্তু স্পুটনিক ভি-র প্রস্তুতকারীরা এর সাথে দ্বিমত পোষণ করেছেন এবং তারা বলেছেন,অন্যান্য প্লেটফোর্মে ব্যবহৃত ভ্যাক্সিনের চেয়ে ভেক্টর-বেজ ভ্যাক্সিন আসলে ভবিষ্যতের রিভ্যাক্সিনেশনের জন্য ভালো।