মহামারি করোনাভাইরাসের প্রথম দফা ঢেউয়ের পর স্পেনে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আরো ৫১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা স্পেনে ৫৮ হাজার ৩১৯ জনে পৌঁছেছে। শুক্রবার দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে আরো ৩৮ হাজার ১১৮ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। দেশের সব হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৪৪ শতাংশ বেডেই এখন করোনা রোগীদের চিকিৎসা চলছে।
শুক্রবার রাজধানী মাদ্রিদের একটি নার্সিংহোমে ১১ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখানকার ১৭ কর্মীসহ ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। একে আরেকটি সতর্ক চিহ্ন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
এদিকে, চিকিৎসকরা অভিযোগ করেছেন, টিকা সরবরাহে বিলম্ব হওয়ায় মাদ্রিদসহ বেশ কয়েকটি অঞ্চলে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধাদের নতুন করে টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন শুধুমাত্র তাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
মাদ্রিদের ইসাবেল জেন্দাল হাসপাতালের পরিচালক জ্যাভিয়ের মার্কো বলেন,‘আমরা মার্চ থেকে অনেক বেশি চাপের মুখে রয়েছি, যার মধ্যে অত্যন্ত বাজে পরিবেশে বসবাস এবং পরিবারের অন্য সদস্যদের সংক্রমণ আশঙ্কা দুশ্চিন্তাও রয়েছে। আমাদেরকে সমাজের প্রয়োজন বলে আমরা কাজ করে যাচ্ছি।’