শুক্রবার ১০ হাজার ৪৭৬ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মহামারি শুরুর পর একদিনে আক্রান্তের সংখ্যায় দেশটিতে রেকর্ড হলো।
এরআগে দৈনিক করোনায় আক্রান্তের রেকর্ড হয়েছিল গত শুক্রবার, ওইদিন ৯ হাজার ৮০০ জনের মতো করোনা রোগী শনাক্ত হয়েছিল।
ইউরোপে করোনা যখন মারাত্মক থাবা বসিয়েছিল স্পেনে, তখনকার চেয়েও বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছে এখন। ধারণা করা হচ্ছে, নাটকীয়ভাবে পরীক্ষা বেড়ে যাওয়ায় করোনা রোগীর হারও বাড়ছে।
একই সময়ে দেশটিতে করোনার কারণে প্রাণ হারিয়েছেন আরো ১৮৪ জন, করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪১৮ জন। স্পেনের হাসপাতালের প্রায় ৭ শতাংশ বেড করোনা রোগীতে ভরে গেছে। গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৭০ জন রোগী ভর্তি হয়েছেন।
গত দুই সপ্তাহে স্পেনে ১ লাখ ১ হাজার ৯৬২ জনের করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছে।