বাংলাদেশে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ঈদকে সামনে রেখে নতুন রেকর্ড গড়েছে প্রবাসী আয়। সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে প্রাবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, যা চলতি অর্থবছরের সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর আগস্টে দেশে ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।
রোববার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
মার্চ মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৫০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৩ কোটি মার্কিন ডলার। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৫২৯ কোটি ডলার। আলোচ্য সময়ে আগের বছরের তুলনায় ৭৪ কোটি মার্কিন ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।