মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় টেউয়ের কারণ হলো আমরা স্বাস্থ্যবিধি মানছি না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা অনেকটা বেপরোয়া হয়ে চলছি। ঠিক মতো মাস্ক ব্যবহার করছি না, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছি আমরা।
রোববার (২৯ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসি) উদ্যোগে ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন বিষয়ক’ আলোচনা সভায় তিনি এই সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও করোনার কিছুটা সংক্রমণ বেড়েছে এবং গত দশ-পনেরো দিন ধরে মৃত্যুহারও বৃদ্ধি পেয়েছে। শীতকালে বিভিন্ন অনুষ্ঠান হয়, মানুষ পিকনিকে যায়। কিছুদিন আগে দেখেছি কক্সবাজারে সমুদ্রের পাড়ে লাখেরও বেশি মানুষ ঘোরাফেরা করছে। সেখানেই মানুষ সংক্রমিত হচ্ছে।
মন্ত্রী বলেন, শীতকালে অনেক অনুষ্ঠান হয়। এ সময় অন্যান্য রোগও বেশি হয়। আমাদেরও দ্বিতীয় টেউয়ের আশঙ্কা রয়েছে, যেটা প্রধানমন্ত্রী বলেছেন। কিন্তু আপনারা স্বাস্থবিধি মানছেন না। বিভিন্ন জায়গায় মাস্ক না পরার কারণে জরিমানা করা হচ্ছে। মানুষকে জরিমানা করা আসলে কষ্ট দেওয়ার জন্য নয়, সচেতন করতে।
বেসরকারি মেডিক্যালগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের বিভিন্ন হাসপাতালের কথা বলেছেন, প্রস্তুতির কথাও বলেছেন। সরকারি-বেসরকারি সব হাসপাতাল মিলে ইনশাআল্লাহ আমরা সেকেন্ড ওয়েভ মোকাবিলা করতে পারবো। বরাবরই প্রাইভেট মেডিক্যাল হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টারগুলো আমাদের সহযোগিতা করে আসছে। আশা করি আগামীতেও তারা আমাদের বেশি বেশি সহযোগিতা করবে এবং আমরাও তাদের সব প্রয়োজনে পাশে থাকবো।