বিশ্বের অর্ধেক স্বাস্থ্যসেবা কেন্দ্রে মৌলিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা নেই। এতে করে প্রায় ৪০০ কোটি মানুষ সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছে। মঙ্গলবার জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর টয়লেটে পানি, সাবান কিংবা স্যানিটাইজার নেই। অথচ প্রায় ৩৮৫ কোটি মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যাতায়াত করেন। এদের মধ্যে ৬৮ কোটি ৮০ লাখ মানুষ একেবারেই পরিচ্ছন্নতার সুবিধা পান না। এর ফলে সংক্রমণের উচ্চঝুঁকিতে রয়েছেন এই মানুষগুলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া নেইরা বলেছেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি সুবিধা এবং এর চর্চা আলোচনার অযোগ্য। তাদের উন্নতি মহামারি থেকে ফিরে আসা, প্রতিরোধ এবং প্রস্তুতির জন্য অপরিহার্য।
তিনি বলেন, ‘নিরাপদ পানি, পরিষ্কার টয়লেট ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক ব্যবস্থায় বিনিয়োগ না বাড়ালে স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিরাপদ করা যায় না ।’
জাতিসংঘের প্রতিবেদনে ৪০টি দেশের তথ্যের উপর ভিত্তি করে স্বাস্থ্যসেবাগুলাতে স্বাস্থ্যবিধির ‘উদ্বেগজনক চিত্র’ উপস্থাপন করা হয়েছে।
ইউনিসেফের কেলি অ্যান নেইলর বলেন, ‘যদি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের স্বাস্থ্যবিধি পরিষেবা না থাকে, তাহলে রোগীদের স্বাস্থ্যসেবা সুবিধা নেই।’