স্বাস্থ্য কর্মীদের কৃতজ্ঞতা জানাতে ও অনুপ্রেরণা দিতে গতকাল রবিবার জুন ৭, ২০২০ বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় কানাডার সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘ভিশন ইনফিনিট ফাউন্ডেশন’-এর আয়োজনে কার-রেলি।
কোভিড-১৯ (করোনা)’র দাপটে পুরো পৃথিবী যখন বিধ্বস্ত, মানুষ আতঙ্কগ্রস্ত – দীর্ঘদিন ধরে গৃহ বন্দী, পৃথিবীর সমস্ত স্কুল-কলেজ, অধিকাংশ অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তখন এই মরণঘাতি ভাইরাল রোগটি ছড়ানো ও আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে এই মুহূর্তে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের ফ্রন্টলাইন স্বাস্থ্য কর্মীরা। সামনের সারির এই মানুষগুলোর, বিশেষ করে স্বাস্থ্যকর্মীগন – ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান, ডায়েটিসিয়ান , ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ার, পরিচ্ছন্নকর্মীসহ বিদ্যুৎ, টেলিফোন ও খাদ্য সরবরাহের পর্দার আড়ালের হিরোদের অবদান কোনভাবেই শোধ করা যাবে না। কানাডার স্বাস্থ্যকর্মীরাও পৃথিবীর অন্যান্য দেশের স্বাস্থ্যকর্মীদের মতই আছেন সামনের কাতারে।
তাদেরকে সম্মান জানাতে ও উৎসাহ দিতে গ্রেটার টরোন্টোর সর্বস্তরের বাংলাদেশী কানাডিয়ানরা ভিশন ইনফিনিট ফাউন্ডেশনের আহ্বানে জড়ো হয়েছিলেন টরোন্টোর রোজভেলি সেন্টেনারি হাসপাতালে। প্রায় তিন শতাধিক পরিবার তাদের নিজ নিজ গাড়ি নিয়ে অংশ নিয়েছিলেন ব্যতিক্রমধর্মী এই গাড়ি মিছিলে। উল্লেখ্য, অভূতপূর্ব এই ইভেন্ট উপলক্ষে রোজভেলি হাসপাতালে সকল স্বাস্থ্যকর্মীদের জন্য ৪০০ প্যাকেট দুপুরের লঞ্চ সরবরাহ করা হয় ভীশন ইনফিনিট ফাউন্ডেশনের পক্ষ থেকে।
উক্ত রেলীতে অংশগ্রহণ করেন স্কারবোরহ সাউথ-ওয়েস্ট এর সম্মানিত এমপিপি ডলি বেগম, ওয়ার্ড-২৪ এর কাউন্সিলর মিঃ পল এইনসলে, বিয়ানীবাজার সোসাল এন্ড কালচারাল সোসাইটি অব টরোন্টো, হবিগঞ্জ এসোসিয়েশন, ইউনিটি ইয়ূথ এসোসিয়েশন, টাইগার স্পোর্টিং ক্লাব, জালালাবাদ এসোসিয়েশন অব টরোন্টো, সুনামগঞ্জ এসোসিয়েশন, বিসিসিবি, সিসিএসএস, সিলেট মহানগর অ্যাসোসিয়েশন, রোটারী ক্লাব অব টরোন্টো, গোলাপগঞ্জ ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন, কেয়ার এন্ড শেয়ার সহ কানাডার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সদস্য/সদস্যা, নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দ, টরোন্টোর আইনজীবী ও রিয়েলটরবৃন্দ, বাংলাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলির এ্যালামনাইয়ের সদস্য/সদস্যাবৃন্দ।
ভিআইএফ-এর পরিচালকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি জনাব শহীদ খন্দকার টুকু, জ্বনাব আহাম্মেদ আবদুল্লাহ রুমী, জনাব তরিকুল ইসলাম তারেক, জ্বনাব আব্দুল মোহাইমেন অন্তু, জ্বনাব শাহ হোসাইন হেলাল, ডাঃ শাহিদা সুলতানা ফেন্সী, জ্বনাব মোহাম্মেদ হোসাইন, কার-রেলীর প্রধান সমন্বয়ক ও পরিচালক জনাব তানভির কহিনূর এবং সাধারণ সম্পাদক/পরিচালক জ্বনাব ভূঁইয়া মাহবুব লতিফ প্রমুখ। রেলী শেষে অংশগ্রহণকারী সকল সম্মানিত পরিবারবর্গ, স্কারবরোহ হেলথ নেটওয়ার্ক (SHN), টরোন্টো-পুলিশ ও স্বেচ্ছাসেবকসহ সকল আর্থিক সহায়তাকারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন ভিআইএফ-এর পরিচালকমন্ডলী।