বিশ্বের বিভিন্ন দেশে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিমানবন্দরসহ সব প্রবেশপথে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা এবং বিদেশফেরতদের কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই নির্দেশ তিনি। ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হওয়া মূল অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আবার সময় এসে গেছে, যারা বাইরে থেকে আমাদের দেশে আসবেন, তাদের পরীক্ষা করতে হবে, কোয়ারেন্টাইনে রাখতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটি পোর্টে আগের মতো ব্যবস্থা নিতে হবে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে কেউ দেশে ঢুকছে কি-না, সেটা পরীক্ষা করতে হবে। আমাদের দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ আবারো বেড়ে যাওয়ায় লকডাউন করা হয়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটু সুরক্ষিত থাকতে হবে।’
‘যেকোনো কাজে সবাই মাস্ক ব্যবহার করবেন। যেকোনো জনসমাগমস্থল বা মার্কেটে যাবেন বা কারো সঙ্গে মিশবেন, তখন অবশ্যই মাস্ক ব্যবহার করে নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই নিয়ম মেনে চলবেন। কারণ, যেভাবে করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করেছি, সেভাবেই যেন রক্ষা করতে পারি। সবাই এটাকে একটা দায়িত্ব হিসেবে নেবেন, সেটাই আমরা চাই।’
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত ২১ দফা নির্দেশনার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে বঙ্গবন্ধু জাতীয় যুব পুরস্কার তুলে দেন। যুবকদের কর্মসংস্থানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ জন স্বনির্ভর যুবক এবং ৫টি সফল যুব সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়।