স্মরণ: ২০২০
দেলওয়ার এলাহী
ভুলে গেছো? তোমারও যে ঘর পুড়েছিল আগুনে!
ছাইয়ের স্তূপে একাকার হয়ে মার্বেল-লাটিম।
লাল টুকটুকে পাঞ্জাবির, নীল বোতামের গুণে,
কেউ একজন জ্বেলে রেখেছিম, মনের পিদিম।
ছাইয়ের ভিটে ছিল একাকার। ধ্বংসের জঞ্জালে,
সেই যে কাঁঠালিচাঁপা! বই-চিহ্নের সুগন্ধি ফুলে-
কিশোরী বোনের রঙিন ছবি; আলতামাখা গালে।
কে অভয় দিয়েছিল? জীবনের ছোট্ট কোন ভুলে!
টঙ্গী, দিল্লী, গুজরাট অথবা ব্রাহ্মণবাড়িয়ায়,
যেখানেই ধ্বনিত হয়, একান্ত বিশ্বাসের জপে।
যে নদীতেই মাঝি গান ধরে, পালতোলা নৌকায়।
নিমগ্নে করেন আরাধনা; মিনারে কিংবা মণ্ডপে-
রায়, চৌধুরী, গোমেজ, বড়ুয়া, হোসেন কিংবা সাঁই,
আগুন নিভিয়ে পাশে ছিল এরা, আমাদের ভাই!