সাবরিনা নিপু, ঢাকা
আবার সতেরো বছর
আবার কলেজ পালানো
কি হয় কি হয় ভাবনায় একাকার
ফুচকা, চটপটি আর ঝাঁলমুড়ি
চঞ্চল বাতাসে সামান্য ইশারা
বন্ধদের সংগে কথায় কথায খুনসুটি
দূরন্ত ক্যামেরায় ধরে রাখা ক্ষিপ্ততম মুহূর্ত গুলী
আজ সবই সেই হারিয়ে যাওয়া দিনের সুখ স্মৃতি
তবুও আজ স্মৃতির দ্বীপে পৌঁছে দেখি
চারিদিকে শুধু জল আর পাড় ভাঙার শব্দ
ওখানে আর কেউ নেই।