বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সড়কের বাতি বন্ধ করে দিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকটের কারণে দেশটিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। কাগজের অভাবে শিক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। তেলের অভাবে বিদ্যুৎ কেন্দ্রেগুলোও বন্ধ হওয়ার পথে। বিদ্যুৎ সংকটের কারণে নাগরিকদের দৈনিক ১৩ ঘণ্টা লোডশেডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে। ইতোমধ্যে দেশটির প্রধান শেয়ারবাজারও বন্ধ হয়ে গেছে।
বিদ্যুৎমন্ত্রী পবিত্র ওয়ানিয়ারাচ্চি সাংবাদিকদের বলেছেন, ‘বিদ্যুৎ সংরক্ষণে সহায়তা করার জন্য আমরা ইতোমধ্যে কর্মকর্তাদের সারা দেশের রাস্তার আলো বন্ধ করার নির্দেশ দিয়েছি।’
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চে গড় মূল্যস্ফীতি ১৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। চলতি মাসে শুধু খাদ্য মূল্যস্ফীতি ৩০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।