হংকং এবং দক্ষিণ চীনের শহরগুলোতে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার, হংকংয়ের রাস্তা এবং পাতাল রেল স্টেশনগুলো পানির নিচে তলিয়ে গেছে। এ কারণে কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ করে দিয়েছেন।
আবহাওয়া ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার শুরু হওয়া বৃষ্টিপাতটি প্রায় ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল।
জরুরি পরিষেবাগুলি জানিয়েছে, শতাধিক লোককে হাসপাতালে নেওয়া হয়েছে এবং বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের ছবিগুলোতে দেখা গেছে, মুষলধারে বৃষ্টির ফলে রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে এবং শপিং সেন্টার ও গণপরিবহনগুলো প্লাবিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলিতে দেখা গেছে, মানুষজন পানি থেকে বাঁচতে গাড়ি এবং অন্যান্য উঁচু প্ল্যাটফর্মে আরোহণ করছে। মূল দ্বীপকে এর উত্তরে কাউলুন উপদ্বীপের সাথে সংযোগকারী মূল পথ শহরের ক্রস হারবার টানে প্লাবিত হয়েছে। প্রবল বর্ষণের কারণে হংকংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার কর্তৃপক্ষ কালো সতর্কতা জারি করেছিল। প্রতি ঘন্টায় ৭০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে এই সতর্কতা জারি করা হয়। হংকং অবজারভেটরি ওই রাতে প্রতি ঘণ্টায় ১৫৮.১ মিলিমিটার বৃষ্টিপাতের কথা জানায়, যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা এবং মধ্যরাতের মধ্যে হংকংয়ের কাউলুন এবং শহরের উত্তর-পূর্ব অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।