গত ২৪ ঘণ্টায় নতুন করে হবিগঞ্জ জেলায় আরো ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৩ জনে।
সোমবার (২৯ জুন) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ সব তথ্য নিশ্চিত করেন।
ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, এই জেলায় নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ১৭, চুনারুঘাটের ৯, বাহুবলের ৬, মাধবপুরের ৬ ও লাখাইয়ের একজনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য মোট নমুনা পাঠানো হয়েছে ৭৩৪৯টি। এর মধ্যে রিপোর্ট এসেছে ৬০২৮টি। প্রাপ্ত রিপোর্টের মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৯৩ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯১ জন ও ৬ জন মারা গেছেন।