হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গায়ানার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (১১ মার্চ) কেরিকমের নেতারা হাইতির পরিস্থিতি নিয়ে জ্যামাইকায় জরুরি বৈঠক করার পর এরিয়েল হেনরির পদত্যাগ নিশ্চিত করেন ইরফান আলী। তিনি বলেন, ‘হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা ও অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ তিনি নিশ্চিত করছেন।’
হাইতিতে গত কয়েক মাস ধরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত দেশটিতে ব্যাপকভাবে বেড়েছে।সহিংসতার পাশাপাশি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল সশস্ত্র দলগুলো। সম্প্রতি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সড়কগুলো নিয়ন্ত্রণে নেয় ভারী অস্ত্রধারী গ্যাংগুলো। এমন প্রেক্ষাপটে হেনরি পদত্যাগ করলেন।
২০২১ সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যাকাণ্ডের শিকার হন। তারপর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন।
হেনরি এক সপ্তাহের বেশি সময় ধরে পুয়ের্তো রিকোতে আটকে আছেন। হাইতির সশস্ত্র গ্যাংগুলো বিমানবন্দরে হামলা চালিয়ে তাকে দেশে ফিরতে বাধা দিচ্ছে।