ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোনো বিশেষ সুবিধা পায়নি রাশিয়া। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি কংগ্রেসের অ্যাপ্রোপ্রিয়েশন ডিফেন্স সাবকমিটির শুনানিতে এ কথা বলেছেন।
জেনারেল মার্ক বলেছেন, ‘রাশিয়া যে অল্প সংখ্যক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাতে অস্ত্রের গতি ব্যতীত, নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার ব্যাপারে আমরা সত্যিই উল্লেখযোগ্য প্রভাব দেখতে পাইনি।’
মঙ্গলবার এক জ্যেষ্ঠ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া এ পর্যন্ত ইউক্রেনে ১০ থেকে ১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মিলি নিশ্চিত করেছেন যে, আধুনিক যুদ্ধে এবারই প্রথম হাইপারসনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগ প্রতিটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা বিশ্লেষণ করেছে বলে জানিয়েছেন তিনি।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম। এটি প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে গতিপথ পরিবর্তন করতে পারে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে সেগুলো কিনজাল গ্রুপের। রুশ ভাষায় কিনজাল শব্দের অর্থ ছোট ছুরি। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম।