হাসপাতালে ভর্তি রয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। গত ২৯ এপ্রিল আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
এরপর দেরী না করে দ্রুতই তাকে আলিপুরের উডল্যান্ডস হাসাপতালে ভর্তি করানো হয়। শারীরিক বেশ কিছু পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। চিকিৎসাও চলছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতার ভুগছেন মাধবী। চিকিৎসকরা জানিয়েছেন, তার রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও রয়েছে।
বর্ষীয়ান অভিনেত্রীর হঠাৎ অসুস্থতার খবর পেয়েই চিন্তিত হয়ে পড়েছিলেন ভক্তরা। এখন কেমন আছেন অভিনেত্রী তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা।
হাসপাতাল কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যমতে, অভিনেত্রীর এন্ডোস্কোপি করা হয়েছে। রিপোর্ট স্বাভাবিক এসেছে। কোভিড টেস্টের রিপোর্টও নেভেটিভ এসেছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি অনেকটাই সুস্থ। তবে রক্ত শর্করার মাত্রায় এখনো সমস্যা রয়েছে, সে জন্য আরও কিছু দিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে। তাঁর ছুটির বিষয়ে কয়েকদিনের পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন মাধবী। তবে বিশ্ব চলচ্চিত্র তাকে বেশি মনে করে সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ হিসেবে। তা ছাড়াও ‘বাইশে শ্রাবণ’, ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’-এর মতো অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা গড়েন মাধবী।