স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কয়েকদিন সময় লাগতে পারে, তাই হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেশকিছু দিন ধরেই অসুস্থ বোধ করছেন। তাই, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গত ১০ এপ্রিল করোনা শনাক্ত হলে খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল তাকে এভারকেয়ারে ভর্তি করা হয়। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশে হানা দিলে ১৯ জুন ব্যক্তিগত মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বাসায় নিয়ে আসা হয়। ৯ মে খালেদা জিয়ার নমুনা পরীক্ষার ফল ‘করোনা নেগেটিভ’ আসার খবর জানায় বিএনপি।