দেবারতি ভট্টাচার্য
চেনা ঘ্রাণ , শীতের বেলা
কমলালেবুর ঝুড়ি উপুড় করা
থোকা থোকা চিরন্তন স্মৃতি
পশমের উষ্ণতায় ডানা মেলেছে গুটিপোকারা
প্রজাপতির পাখায় , এক অনারম্বড় আরাম মাখিয়েছে
বেলাশেষের বাদামি রোদ
হিমের পরশে, অঘ্রায়ণের রাত পাহাড়ি এক ধুন ধরে কন্ঠে
দূরে পাহাড়ের গায়ে একে একে নিভে আসে জোনাকিরা
প্রতিটি নীল রোমকূপে আলতো শিহরণ
দু’চোখ বুঁজে আসে সদ্যজাত কবিতার স্পর্শে…
হিমেল কবিতাটির সঙ্গে ছবি টি অপূর্ব।