এবিএম সালেহ উদ্দীন
যখন
তোমার সাথে দেখা হল
প্রেমবাজারে মন্দাভাব।
জুয়াড়ি রাজার গর্জনে আতঙ্কিত জনপদ!
ভ্রষ্টমায়ায় মিথ্যেরূপের বাহারি ঢং
রাত্রির ছায়াপথে যেন রূপকথা পাখি ।
উচ্ছলিত ঢেউয়ের রাত,
বেফাস জাহাজের আনাগোনায় ডুবে যায় স্বপ্ন
চোরাই বাতাসে অরক্ষিত স্বাধীনতা।
কাঁটাতারের জটিলখেলায়
ঘুমকাতুরে সিপাইর শ্যাওলাপড়া চোখ !
অপরদিকে
বিশ্ব জুড়ে ক্ষমতার লড়াই
বখাটে রাজনীতির শোষকমহড়ায় নিস্তব্ধ পৃথিবী !
যখন
তোমার হাতে রাখি হাত;গোমটবাধা কালো রাত
বিক্ষত বুকে হয়ে যাই অনমনা
বেহুলা বাঁশির সুরে,জেগে থাকি নিশাচর পাখি ।
এদিকে
বর্ণবাদী আশকারায় হিটলারি প্রটকল
আতঙ্কিত জনপদ !
সীমান্তের বন্দীখাঁচায় কাঁদে শিশু…
হিরকরাজার নির্মম সীমানায়
মা খুঁজে শিশু, শিশু খুঁজে মা । এভাবেই
জীবনপন্জির আঁধারে,রাত্রিকে জড়িয়ে
রোজ একাএকা ঘুমন্ত কুন্ঠের চুম্বনে
নি:সীম নির্জনে বসে থাকে মা,আবার চলে যায়…
যখন
শূন্যমন্দিরে মানুষ থাকেনা
খাঁচায় খাঁচায় বাজে বেদনার সুর ।
হাওয়ায় হাওয়ায় প্রশ্ন ভাসে…
‘আমরা কী আর কখনও
মায়াবী শিল্পের ছোঁয়া পাব না’?…