সম্পর্ক ডেস্ক: শনিবার, ২৭ জুন (ইস্টার্ন টাইম)সকাল ১১ টায়।হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফারহানা এন্ড ফ্রেন্ডস আসছে ফেইসবুক লাইভে। বাংলাদেশ সময় রাত ৯ টা আর কোলকাতা সময় রাত ৮.৩০।
অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে ফারহানা জানান, এ অনুষ্ঠানের পরিকল্পনার শুরুতেই ভাবছিলাম যদি এবার সাগ্নিক সেন কে পাওয়া যেত, কি চমৎকার অনুষ্ঠান করা যেতো !হুবহু হেমন্ত মুখার্জির মতো এই তরুণ শিল্পীর কণ্ঠ ও গায়কী আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে বছর দুই আগেই।
টরন্টোতে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান করার আয়োজনও করেছিল বাঙালি কালচারাল সোসাইটি ,কিন্তু রোজার মাস পরে যাওয়াতে আমরা অনুষ্ঠান করতে পারিনি। তারপরেও ২/৩ বার সে আমেরিকা কানাডা অনুষ্ঠান করে গেছেন।প্রবাদ পুরুষ হেমন্ত মুখার্জির সাথে কণ্ঠের মিল শুনে আমরা চমকে গিয়েছিলাম, তারপরেও তার নিজ গুনে এই অল্প বয়েসে আর স্বল্প সময়ে সাগ্নিক সেন তার নিজের জায়গা করে নিয়েছেন ভারত ও বাংলাদেশের সংগীত জগতে।
এবারের ফেইসবুক লাইভে গল্পে থাকবেন দুই বান্ধবী নাসরীন খান নিম্মি ও সাইয়েদা আফরোজা কুমকুম। কবিতা আবৃত্তি করবেন বাংলাদেশ থেকে ফেরদৌসী পাপড়ি। আর গানে গানে সাগ্নিক সেন মাতিয়ে তুলবেন আমাদের দর্শক শ্রোতাকে।
আপনার অনুরোধের ঝাঁপি নিয়ে বসে যাবেন শনিবার সকাল ১১ টায়।
Where is this newspaper published or digitally printed from Pallab?
Thank you for your comment.This is a online news portal from Toronto.