সম্পর্ক ডেস্ক :-করোনা জয় করেছেন এমন চারজন নারীকেও অনুদান দিয়েছেন প্রিয়াঙ্কা। এ অভিনেত্রীর প্রচেষ্টাগুলো প্রায়ই ভিন্ন ধারার হয়। এবারও তাই হলো।যতো বড় তারকা তিনি তারও বড় যেন তার মন মানসিকতা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা । সেখানে তিনি তুলে ধরেছেন এমন চার নারীর কথা, যারা ব্যক্তিগত জীবনের ঊর্ধ্বে উঠে সমাজের কাজে ব্রতী। এমন চার নারীর হাতে তুলে দেয়া হয়েছেন এক লক্ষ ডলার।
এমিলি, জো, জয়া এবং জেনি নামের এই চার জনের প্রত্যেকেই কোনো না কোনোভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছেন। কেউ অ্যাডভান্সড প্র্যাকটিস নার্সিংয়ে যুক্ত, কেউ মানুষকে এন৯৫ মাস্ক জোগান দিতে ব্যস্ত, কেউ বা আবার মানুষকে খাবারের প্যাকেট দেওয়ার কাজ করে চলেছেন।
মানুষের বিপদে প্রায়ই এগিয়ে আসতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিজের দেশ ভারতের পাশে দাঁড়িয়েছেন তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়ে।