বর্তমানে হোয়াইট হাউজের চিফ উশার তিমোথি হারলেথকে বরখাস্ত করলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা নিয়ে প্রথম দিনেই তিনি এই কাজ করলেন। মার্কিন ঘনমাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, বিদায়ি প্রেসিডেন্টরা উত্তরসূরিকে হোয়াইট হাউজে স্বাগত জানালেও জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে স্বাগত জানাননি ট্রাম্প দম্পতি।
বিদায়ী প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির পরিবর্তে জো ও জিল বাইডেনকে হোয়াইট হাউজে স্বাগত জানানোর কথা ছিল হোয়াইট হাউজের সূচনা প্রধান তিমোথি হারলেথের। ধারণা করা হচ্ছে. তার পদে নতুন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাছের কেউ এই পদে নিয়োগ পেতে পারেন।
২০১৭ সালে মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে নিয়োগ দিয়েছিলেন তিমোথি হারলেথকে। হারলেথ ওয়াশিংটন ডিসির ট্রাম্প আন্তর্জাতিক হোটেল থেকে হোয়াইট হাউজে এসেছিলেন। সেখানে তিনি কক্ষের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। তিনি ওবামা প্রশাসনের হোয়াইট হাউজ চিফ অ্যাঞ্জেলা রেইডের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
অ্যাঞ্জেলা রেইড ২০১১ সালে প্রথম মহিলা হিসেবে এই পদে দায়িত্ব পালন করে ইতিহাস রচনা করেছিলেন। তিনি এর আগে ওয়াশিংটনের ঠিক বাইরে পেন্টাগন সিটির রিটজ কার্লটনে জেনারেল ম্যানেজার ছিলেন। ট্রাম্প দম্পতি হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার কয়েক মাস পরেই তাকে বরখাস্ত করা হয়েছিল।