যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদ শেষ হওয়ায় হোয়াইট হাউজ ছেড়ে গেলেন। আমেরিকার স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোয়াইট হাউজ ত্যাগ করেন।
হোয়াইট হাউজ ছাড়ার সময় গণমাধ্যমকর্মীদের ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করাটা অনেক সম্মানের ছিল। এটা সারাজীবনের জন্য সম্মানের।
পরে তিনি শেষ বিদায়ী অনুষ্ঠানের জন্য জয়েন্ট বেজ অ্যান্ড্রুজের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে তিনি ফ্লোরিডায় চলে যাবেন।