মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি (৪২)।
সোমবার (১ নভেম্বর) আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) জেন সাকির করোনা রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজেই এ বিষয়টি জানিয়েছেন।
সবশেষ গত মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সংস্পর্শে ছিলেন। তবে তারা ছয় ফুট দূরত্বে ছিলেন।
জেন সাকি বলেন, ‘বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আমার পিসিআর পরীক্ষা হয়। প্রত্যেকবারই করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু আজ (রোববার) আমার কোভিড পজিটিভ এসেছে।’
ইতালির রোমে জি-২০ সম্মেলন এবং যুক্তরাজ্যের গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ উপলক্ষে বিদেশে প্রেসিডেন্ট বাইডেনের সফরসঙ্গী হওয়ার কথা ছিল জেন সাকির। কিন্তু করোনার কারণে তা বাতিল করা হয়েছে।
এর আগে শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে।