আসন্ন দল-বদল মৌসুমে হ্যারি কেনকে দলে ভেড়াতে মুখিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের আগ্রহে বাগড়া দিয়েছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু সোমবার জানা গেছে তারা কেনকে দলে ভেড়ানোর লড়াইয়ে থাকছে না। তাতে ইংল্যান্ডের অধিনায়ক এখন ম্যানইউর পাখির চোখে পরিণত হয়েছেন।
টটেনহ্যামের সঙ্গে কেনের চুক্তির মেয়াদ শেষের পথে। নর্থ লন্ডনের ক্লাবটির সাথে তিনি চুক্তি নবায়ন করবেন কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। চুক্তি নবায়ন না হলে আগামী মৌসুমে তাকে ফ্রিতে ছেড়ে দিতে হবে। আর সেটা এড়াতেই গ্রীষ্মের দল-বদল মৌসুমে স্পার্সরা তাকে বিক্রি করে দিতে পারে। আর তাকে কেনার ক্ষেত্রে এখন পর্যন্ত একমাত্র প্রতিনিধি ম্যানচেস্টার ইউনাইটেড।
পাশাপাশি ম্যানইউ তাদের রাডারে রেখেছে আর্সেনালের সাবেক গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনিকে। তাকে তারা আবার প্রিমিয়ার লিগে ফেরাতে চাচ্ছে। ভবিষ্যতে ডেভিড ডি গিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি।