আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলমান মহামারি করোনাভাইরান প্রতিরোধে টিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এই নির্দেশ দিয়েছে অধিদপ্তর।
সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের এই সব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি বলেন, ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক-নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা গ্রহীতাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনায় আগামী ৪ ফেব্রুয়ারি সুরক্ষা অ্যাপ প্লে-স্টোরে পাওয়া যাবে।