রেজাউল ইসলাম:–টরন্টোর একটি পরিবার হোটেল কোয়ারেন্টিনের বিরুদ্ধে কথা বলেছেন এবং কানাডার হোটেল কোয়ারেন্টিন প্রগ্রামকে “অর্থহীন” বলে উল্লেখ করেছেন। উক্ত ব্যক্তির ৭৪ বছর বয়স্ক বাবা বিশ্বাস করেন তিনি আশংকাজনকভাবে বেড়ে চলা কোরোনা ভাইরাস ভ্যারিয়েন্টের দ্বারা সংক্রমিত হয়েছেন এবং পরে পুরো পরিবারকে তিনি সংক্রমিত করেছেন।
সৈয়দ শাহ গত মার্চের ২ তারিখ পাকিস্তানের একটি ফ্লাইটে করে টরন্টো পিয়ার্সন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করেন। তিনি সেখানে অবস্থানরত অবস্থায় নর্থ ইয়োর্কে তার পরিবারের স্বত্ত্বাধীনে থাকা বাড়ীর ভাড়া সংক্রান্ত একটি সমস্যা মেটানোর চেষ্টা করছিলেন। সৈয়দ শাহ টার্মিনালে কোভিড-১৯ টেস্ট করান। ইতিমধ্যে তার ছেলে সৈয়দ হায়দার তার জন্য শেরাটন হোটেল এবং ডিক্সন রোডে কনফারেন্স সেন্টারে থাকার জন্য হোটেল বুক করেন। সৈয়দ শাহ হোটেলে চেক- ইন করেন। এর আগেও গত কয়েক সপ্তাহ ধরে হোটেল কোয়ারেন্টিনে থাকা অনেকেই এই নিয়ম নিয়ে কথা বলেছিলেন। ইতিপূর্বেও এই নিয়ে অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল।সৈয়দ হায়দার স্মরণ করে বলেন তার বাবা বলছিল, ” আমি বিশ্বাস করতে পারছি না, এটাই শেরাটন হোটেল যেখানে পানি নেই , গরম পানি কাজ করে না, ফোন কাজ করে না!!” ওয়াইফাই ত্রুটিপূর্ণ। ফলে, আমার বাবা পরিবারের সদস্যদের সংগে কথা বলার জন্য Whats App ব্যবহার না করে কল করার জন্য হোটেল ফোন ব্যবহার করতো যা কখনোই কাজ করতো না,অথচ এই কলের জন্য ব্যয় হোত $১২.৭০। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অনেক সমস্যা রয়েছে।
মার্চের ৫ তারিখ আমার বাবার এয়ারপোর্ট কোভিড-১৯ টেস্ট নেগেটিভ আসে এবং অফিসিয়ালরা তাকে হোটেল ছাড়ার ছাড়পত্র দেয়। তার তিন রাত থাকার বিল আসে $১৫৪৬.৫৬। হায়দার তার বাবাকে হোটেল থেকে পিক করে বাসায় নিয়ে আসে। কোয়ারেন্টিন অফিসাররা তার বাবাকে বাসায় নিজে টেস্ট করার জন্য একটি কোভিড-১৯ টেস্ট কীট দেয়, নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টিনের দশম দিনে নিজে নিজেই পরীক্ষা করে জমা দিতে হবে। পাচ দিন পর মার্চের ১০ তারিখে সৈয়দ শাহ, তার দুই ছেলে,মেয়ে এবং স্ত্রীর কোভিড-১৯ ভাইরাসের লক্ষন দেখা দিতে শুরু করে।
ফেডারেল রুলের কারনে যেহেতু বাসার বাইরে যেতে পারবেন না সেহেতু সৈয়দ শাহ ছাড়া বাকী সবাই কোভিড-১৯ টেস্টের জন্য বাইরে যান এবং টেস্ট করান। তাদের সবাই কোভিড-১৯ দ্বারা সংক্রমিত হয়। ৩২ বছর বয়স্ক সৈয়দ হায়দার কাশিরত অবস্থায় ফোনে বলেন, তার লক্ষন শুরু হয় জ্বর এবং গলাতে এক ধরনের অদ্ভুত সুড়সুড়ি অনুভব দিয়ে এবং সেই সংগে আছে ক্লান্তি।সৈয়দ হায়দার বলেন, ” আমার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খারাপ।” আমার বাবা অনেক আগে থেকে একটি কিডনি নিয়ে বেচে আছেন, তার অবস্থা আরো খারাপ হতে পারে।” তার জ্বর থাকায় এবং বাসার সবাই অসুস্থ্য থাকায়, কেউ বাবাকে প্রাথমিক অবস্থায় স্পেসিমেন সংগ্রহ এবং কোয়ারেন্টিনের দশম দিনে টেস্ট জমা দিতে সহায়তা করতে পারে নি। মার্চের ১২ তারিখ বাবাকে বুকের স্ক্যান করতে এমনিতেও ইর্মাজেন্সী রুমে যেতে হয়েছিল , কিন্তু তারা কোন নিউমোনিয়া পায় নি যেটি সাধারণত কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে পাওয়া যায়। তারা বাবাকে বাসায় পাঠিয়ে দেয়।
টরন্টো পাব্লিল হেলথ সৈয়দ হায়দারকে তার রেজাল্টের জন্য টেক্সট করে এবং একজন তাদের তথ্য সংগ্রহ করার জন্য ফোন করে কিন্তু তারা কোন আগ্রহ দেখায় না এবং তাদের বিশ্বাস তাদের বাবা হোটেল কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কোভিড-১৯ আক্রান্ত হন। হায়দার বলেন, ” তাদের কোন রকম চেষ্টা নেই,” তারা বাসায় কয়জন থাকে, তুমি কি নিজে নিজেই আইসোলেট থাকতে পারো”- এই সংক্রান্ত সাধারণ প্রশ্ন করা ছাড়া তাদের আর কোন প্রচেষ্টাই লক্ষ্য করা যায় নি। হায়দার তাদের পরিবারের অবস্থা জানানোর জন্য হোটেলে ফোন করেছিল কিন্তু ফোন ক্রমাগত বেজেই চলে, কেউ ধরে না। তাদের ভয় আরো প্রকট হয় যখন মার্চের ১৭ তারিখ তার বাবার দ্বিতীয় টেস্ট চুড়ান্তভাবে পজেটিভ আসে। খুব সম্ভব সংক্রমণটি প্রথম টেস্টর পর কোন এক সময় হয়। শেরাটন হোটেল এবং কনফারেন্স সেন্টারে যাবার জন্য বাসে উঠার পূর্ব মূহুর্তে কয়েক মিনিটের মধ্যে এই সংক্রমণ হয়ে থাকতে পারে।
CP24 কে সৈয়দ হায়দার বলেন ” আমরা এখানে খুব একটা কিছু করতে পারতাম না।” আমরা পেছনে গিয়ে বার বার চিন্তা করে দেখেছি আমরা কি কিছু করতে পারতাম।” পাব্লিক হেলথ এজেন্সীর একজন মুখপাত্র বলেন, আমরা সৈয়দ শাহ এর নেগেটিভ রেজাল্ট সম্পর্কে সতর্ক ছিলাম, যা তাকে হোটেল থেকে বাসায় যেতে অনুমতি দিয়েছিল মার্চের ৫ তারিখ। তিনি বাসায় কিভাবে কোয়ারেন্টিনে আইসোলেটেড থাকবেন, তার একটি উপযুক্ত প্ল্যান দেওয়ার পর, তাকে বাসায় কোয়ারেন্টিনের জন্য ছাড়পত্র দেওয়া হয়। আমরা তার বিশ্বাসের উপর কোন মন্তব্য করতে পারি না যেখানে তিনি বলেছেন হোটেল কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তিনি সংক্রমিত হয়েছেন এবং পরে পুরো পরিবারকে সংক্রমিত করেছেন। হোটেলে অনুসন্ধান চলতে থাকা সংক্রমণ সংক্রান্ত কোন প্রশ্নের সাড়া দিতেও তারা অপারগতা প্রকাশ করেছেন।
সূত্রঃ By Chris Herhalt Web Content Writer, CP24