মিয়ানমারের সামরিক জান্তা ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক সেনা নিহতের জেরে তাদেরকে এ দণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) সেনা সমর্থিত টেলিভিশন চ্যানেল মায়াবতি এ তথ্য জানিয়েছে।
গত পহেলা ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম সেনাশাসন বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হলো।
গত ২৭ মার্চ ইয়াঙ্গুনের নর্থ ওক্কালাপ্পা জেলায় সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর আগে জেলাটিতে সামরিক শাসন জারি করা হয়েছিল।
এদিকে, ইয়াঙ্গুন থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত বাগো শহরে রাতভর নিরাপত্তা বাহিনীর অভিযানে ৬০ জন নিহত হয়েছে বলে দাবি
করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে স্থানীয় কিছু সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ২০ বলে তাৎক্ষনিকভাবে জানানো হয়েছিল। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের সংখ্যার সত্যতা যাচাই করা যায়নি।