গত তিন বছরে ৩ লাখ ৯২ হাজারের বেশি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন। গত সাত বছরে সাড়ে ৮ লাখ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হয়েছেন।
২০২০ এর তুলনায় অনেক বেশিসংখ্যক ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন ২০২১ সালে। মঙ্গলবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।
তিনি জানান, ২০২০ সালে যেখানে ৮৫ হাজারের সামান্য বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন, সেখানে ২০২১ সালে সেই সংখ্যা দেড় লাখেরও বেশি।
ভারতের স্থানীয় গণমাধ্যম জানায়, ২০২১ সালে মোট এক লাখ ৬৩ হাজার ৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। ২০২০ সালে এই সংখ্যাটা ছিল ৮৫,২৫৬। ২০১৯ সালে এক লাখ ৪৪ হাজার ১৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন।
২০২০ সালে যেখানে ভারতের নাগরিকত্ব ছেড়ে ৩০,৮২৮ জন আমেরিকার নাগরিক হওয়ার আবেদন করেছিলেন, সেখানে ২০২১ সালে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ৭৮,২৮৪। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২১-এ ২৩,৫৩৩ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন। তৃতীয় স্থানে কানাডা, সেই দেশে ২০২১-এ ২১,৫৯৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে কানাডার নাগরিক হয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন। সেখানে ২০২১-এ ১৪,৬৩৭ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এ ছাড়াও ভারতীয় নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিক হওয়ার তালিকায় নাম রয়েছে, ইতালি, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং সুইডেনের।