আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪-এর নির্বাচনে লড়তে প্রস্তুত। তার ঘনিষ্ঠ মিত্ররা বলছেন, আফগানদের প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সঙ্গে পুনর্মিলনের জন্য প্রস্তুত ট্রাম্প।
বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা স্পুটনিক জানায়, গত মাসে কাবুল থেকে মার্কিন দূতাবাসের ঘটনা এবং মার্কিন সেনাদের প্রত্যাহারের পর জো বাইডেনের অনুমোদন রেটিং হ্রাস পেয়েছে।
একজন প্রাক্তন মুখপাত্র এবং দুই রিপাবলিকান কংগ্রেসম্যান বলেছেন, তালেবানরা কাবুলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলের পর কাবুল দূতাবাস থেকে দ্রুত মার্কিনিদের সরিয়ে নেওয়ার কারণে ২০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।
এদিকে, ট্রাম্পের প্রচারণার সাবেক মুখপাত্র জেসন মিলার চলতি সপ্তাহে নিউজ সাইট চেডারকে বলেছিলেন, ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেওয়ার ঘণ্টাকয়েক আগে হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। তারপর আর টেলিভিশনের সামনে আসেননি তিনি। এরপর গত মার্চে ট্রাম্প জানান, ২০২৪ সালে ফের প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি।