পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ২১ অক্টোবরই দেশে ফিরছেন। নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ-এন (পিএমএল-এন) তার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ করেছে। শুক্রবার দলের সভাপতি ও নওয়াজের ভাই শেহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।
২০২১ সাল থেকে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন নওয়াজ শরিফ। দুর্নীতির মামলায় তার তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল। দণ্ড চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য প্যারোল নিয়ে লন্ডনে চলে যান। নওয়াজকে আল আজিজিয়া এবং অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় চার বছরের মধ্যে ক্রমাগত অনুপস্থিতির জন্য অপরাধী ঘোষণা করা হয়েছিল।
গত মাসে শেহবাজ শরিফ জানিয়েছিলেন, তার বড়ভাই ২১ অক্টোবর দেশে ফিরছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, সব ধরনের আইনি লড়াইয়ের জন্য নওয়াজ প্রস্তুত রয়েছেন।
শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে শেহবাজ শরিফ বলেন, ‘আপনাদের জানা আছে যে, নওয়াজ শরিফ আল্লাহর ইচ্ছায় ২১ অক্টোবর দেশে ফিরছেন। আমি শ্রদ্ধার সঙ্গে আপনাদের বলতে চাই যে, তিনি দেশে আসছেন কি আসছেন না সেই প্রশ্ন এখন করা উচিত নয়। তার আসাটা এখন নিশ্চিত।’
শুক্রবার লাহোর হাইকোর্টে নওয়াজের একটি নতুন মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে পিএমএল-এন প্রধানের ‘কিছু এনজিনাল লক্ষণ’ রয়েছে যার জন্য লন্ডন ও পাকিস্তানে ‘ঘন ঘন ফলোআপের’ জন্য তার যাতায়াত প্রয়োজন।