ইরান ও চীনের মধ্যে ২৫ বছরের জন্য ’কৌশলগত সহযোগিতা’ চুক্তি করেছে। বেইজিংয়ের হাজার কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিস্তারের অংশ হিসেবে শনিবার এ চুক্তি স্বাক্ষরিত হলো।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ৫ বছর আগে এই চুক্তির ব্যাপারে আলোচনা শুরু হয়েছিল তেহরান ও বেইজিংয়ের মধ্যে। অবশ্য শনিবার এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।
ইরানের সবচেয়ে বড় ব্যবসায়ী অংশীদার হচ্ছে চীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে ও পরে তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল বেইজিং।
চুক্তি স্বাক্ষরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এটি রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক’ উপাদানগুলো যুক্ত হয়েছে।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই চুক্তি ইরান-চীনা সম্পর্ককে অত্যন্ত গভীর করবে।’